আজকে শত ব্যস্ততার মাঝেও যখন রাত আটটার দিকে সামজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলাম তখন সাইবার ৭১ এর ফেসবুক পেজে দেখলাম একটা পোস্ট দেয়া 'আজকে রাত ৯ঃ০০টা থেকে ৯ঃ০১ মিনিট পর্যন্ত সারা দেশ ব্লাকআউট হয়ে যাবে। তখনই আমি বুঝতে পারছি আজকে তো সেই ভয়াল ২৫শে মার্চ। তারপর ইউটিউবে একটা মুভির টিজার দেখলাম সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা আপকামিং মুভি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তো অনেক মুভিই তৈরি হয়েছে তবে আমার কাছে এটা খুব ভালো লেগেছে। আশা করি সবার কাছেই এই মুভিটা খুব জনপ্রিয় হবে। কারণ, এটাই বাংলাদেশের প্রথম এনিমেটেড মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। আমি যদিও মুভির জগতের মানুষ না। আমি এই সম্পর্কে তেমন কিছুই বলতে পারব না। তবে টিজার দেখে ভালো লাগা থেকে এই লেখাটা লিখছি। আর চাচ্ছি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে। আমি মুভির টিজার এখানে শেয়ার করবো।জানি না এখানে ভিডিওটা শেয়ার করাটা কতোটা যৌক্তিক হবে। তবুও আমি আমার ভালো লাগা থেকে এটি করতে চাই। এবং অবশ্যই এর পেছোনের কারিগরদের সম্মান জানাই। যিনি/যারা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে একটা আন্তর্জাতিক মানের এনিমেশন মুভি উপহার দিয়েছেন। আমি যতটুকু জেনেছি এই মুভিটির রাইটার,ডিরেক্টর এবং প্রডিউসার একজনই "ওয়াহিদ ইবন রেজা"। তিনি নাকি হলিউডে সফল এনিমেশন মুভি নির্মাতা ছিলেন। তিনি যেনো তাঁর এই কাজটাও সফলতার সাথে করতে পারেন এই আশা করি।
ও হ্যা,আপনারা টিজারটি দেখুন এবং উন্নতমানেরে এনিমেশন মুভি দেখার আশায় বসে থাকুন।
No comments:
Post a Comment