![]() | ||||||
কাজের প্রতি ভালোবাস | \ |
আগুন! আগুন! আগুন!...........আজকে চারিদিকে শুধু আগুন আগুন আগুন শব্দে মুখরিত বাংলাদেশ। আগুন
শব্দটা শুনলেই আমাদের ভয় লাগে। তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই,আমি এখানে ভয়ের কিছুই
লিখছি না। আমরা ছোটকালে যারা মীনার কার্টুন দেখেছি তখন মীনার কার্টুনের এক পর্বে
রাজু সকাল বেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্না করতে গিয়ে আগুন ধরিয়ে ফেলে,আগুন
আগুন বলে এমন চিৎকার মেরেছিলো সেই চিৎকার এখনো আমার কানে বাজে। তবে রাজুর আগুন
ধরানোর চেয়ে আমি ওখানে শুধু ধোঁয়ায় দেখতে পেয়েছিলাম।
এইতো কিছুদিন আগে বনানীর
ফারুক-রুপায়ন (FR) টাওয়ারে আগুন লেগেছিলো।আজকে রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি’র
মার্কেটে আগুন লেগেছে। তবে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর
কর্মকর্তারা তাদের দক্ষ হাতে সব নিয়ন্ত্রণে এনেছে। তাদের জন্য আমার অনেক গর্ব
হচ্ছে। আমাদের দেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা শুধু তাদের
কাজটাই সম্পাদন করে না,তাদের কাজের মধ্যে যে ভালোবাসা,সম্মান আছে সেটা আমাকে অনেক
বেশি আকর্ষন করেছে। ছোটকাল থেকে একটা জিনিস খেয়াল করছি যখন আমাদের আশেপাশে একটা
অঘটন ঘটে তখন সেই অঘটনের সাথেই কিছুদিন পরপর আরো কিছু অঘটন ঘটে। এই যেমন ধরেন কোনো
এলাকায় যদি কেউ মারা যায় তার কিছুদিন বাদে কেউ না কেউ মারা যাবেই। আবার কোনো
জায়গায় সড়ক দূর্ঘটনা ঘটলে সেই দূর্ঘটনা ঘটার রেষে কাটতে না কাটতেই আরোও কিছু
দূর্ঘটনা তার পাশাপাশি ঘটে যাই। আপনি বিশ্বাস করুন আর নাই করুন এটাই হয়। আমার কাছে
এটাকে আবেশ প্রক্রিয়ার মতো মনে হয়। আমি অনেক ধর্মভীরু একজন মানুষ। আসলে পৃথিবীতে
যা কিছু ঘটছে তার সবকিছুই আল্লাহ চাচ্ছে বিধায় হচ্ছে। আল্লাহ যদি না চাইতো এসব
কিছুই ঘটতো না।
![]() |
সম্মান,শ্রদ্ধা |
আমাদের দেশে যে পরিমাণে আগুন
লাগা ধরছে,আল্লাহ না করুক এরকম আগুন লাগা যদি আরোও লাগতে থাকে তাহলে আমাদের দেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা
নির্দ্ধিদায় আন্তর্জাতিক মানের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মী হয়ে যাবে।
আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া। তখন বাইরের দেশে কোথাও যদি আগুন লাগে তাহলে
তারা আমাদের দেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের হায়ার করবে। এখান থেকে
আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। পরিশেষে,আমি বলতে চাই আল্লাহ তুমি
আমাদের দেশের উপর তোমার রহমত দান করো।আমাদের সকলকে বিপদ থেকে রক্ষা করো। আমরা যেনো
সবসময় তোমার পথে থাকতে পারি।
আল্লাহ তোমাকে অনেক ভালোবাসি।